.png)
সমগ্রকের অর্থ (Meaning of Population)
গবেষণামূলক বিজ্ঞানের একটি প্রধান সমস্যা হল sample গঠন করা। যেকোনো গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নমুনাদল নির্বাচন বা sample সিলেকশন। কোন একটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অনুসন্ধান কার্যসম্পাদন করে মোট যে রাশি বা বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায় তাকে population বা জনসমষ্টি বা সমগ্রক বলে। কোন কিছুর সামগ্রিক অবস্থাকে গবেষণা ক্ষেত্রে সমগ্রক বা পপুলেশন বলা হয়। এর এককগুলি হতে পারে কোন ব্যক্তি, কোন শিক্ষার্থী,কোন বস্তু,কোন ঘটনা ইত্যাদি।
নমুনায়নের অর্থ (Meaning of Sampling)
Population এর অন্তর্ভুক্ত সকল ব্যক্তি,বস্তু বা ঘটনা নিয়ে গবেষণা করা সম্ভব নয়, তাই উপযোগী পদ্ধতির মাধ্যমে population থেকে প্রতিনিধি নির্বাচন করতে হয়। এই প্রতিনিধি দলকে Sample বা নমুনা বলে। স্যাম্পেলের উপর নির্ভর করে গবেষণা করে যে ফল পাওয়া যায় তার সামান্যীকরণ করে পপুলেশন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। এক কথায় বলা যায় কোন গবেষণার জন্য সমগ্রকের যে অংশ নির্বাচন করা হয় তাই হল স্যাম্পেল বা নমুনা। যে পদ্ধতির সাহায্যে নমুনা নির্বাচন করা হয় সেই পদ্ধতিকে বলা হয় নমুনায়ন পদ্ধতি আর নির্বাচিত দলটিকে বলা হয় নমুনাদল।নমুনায়ন হলো এমন একটি পরিসংখ্যান পদ্ধতি যার সাহায্যে নমুনা নির্বাচন করা যায়। এই পদ্ধতিতে সমগ্র কে একটি অংশ পরীক্ষা করে সমগ্র সম্পর্কে তথ্য পাওয়া যায়। নমুনা হলো সমগ্র কে প্রতিনিধিত্বশীল অংশ।
সমগ্রক ও নমুনার পার্থক্য (Difference between Population and Sample)
Population ও Sample উভয় ধারণায় পরিসংখ্যানগত বিশ্লেষণে ব্যবহৃত হয়। তা সত্বেও এদের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয় -
- সমগ্রক বা পপুলেশন হল পরিসংখ্যানগত অনুসন্ধান ক্ষেত্রের একই বৈশিষ্ট্যপূর্ণ অনেকগুলি উপাদান বা বস্তুর সমাহার। অন্যদিকে, গবেষণার তথ্য সংগ্রহের জন্য সমগ্রক থেকে যে প্রতিনিধিত্বশীল ক্ষুদ্র অংশ নির্বাচন করা হয় তাকে নমুনা বলে।
- Population বলতে সমগ্র গোষ্ঠীকে বোঝানো হয়। অন্যদিকে, Sample হলো population থেকে সংগ্রহ করা তথ্য।
- Population এর আকার সব সময় বড়। অন্যদিকে, Sample এর আকার সর্বদা population এর মোট আকারের চেয়ে কম।
- সমগ্রকের একক বা উপাদানের সংখ্যা সসীম বা অসীম হতে পারে। অন্যদিকে, অপরদিকে নমুনার একক বা উপাদানের সংখ্যা সসীম হয়ে থাকে।
- Population ব্যবহার করা হয় যখন গোষ্ঠীর অন্তর্গত প্রতিটি সদস্যের ডেটা এক্সেস থাকে। অন্যদিকে, যখন পপুলেশন সাইজ বড় হয় তখন sample ব্যবহার করা প্রয়োজন হয়।