নির্দেশনা : অর্থ, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য (Guidance: Meaning, definition and Characteristics)

 

নির্দেশনার অর্থ (Meaning of Guidance)

আধুনিক জীবন ভূমির যেখানে প্রতি বিন্দুতে জমে আছে তলহীন গভীরতা, তার যেকোনো একটি বিন্দুর গহনে পূর্ণ জীবনের একটি অখণ্ড ছায়ারুপ প্রত্যক্ষ করা যায় অর্থাৎ এই উপাদান বৈশিষ্ট্যের মধ্যেই শিক্ষার অনন্য তুল্য স্বাতন্ত্র্য শিক্ষাচিন্তার ধারাবাহিকতায় শিক্ষক-শিক্ষার্থী উভয়ই চলমান জীবন সম্পর্কে আগে জ্ঞানোচিত আত্মস্থতা, সেই উপলব্ধিতে পৌছাতে হলে শিক্ষক-শিক্ষার্থীর প্রয়োজন একটি নিশ্চিত, সত্য ও সাফল্যের পথ যার নাম শিক্ষাগতভাবে বলা যায় নির্দেশনা বা সুপরিচালনা। এই বিষয়টি শুধুমাত্র কয়েকটি শব্দের সাহায্যে নির্মিত সংজ্ঞায় বন্দী করা যায় না। একে পাওয়া যায় সঠিক শিক্ষার আঙিনায়। 


নির্দেশনা কথাটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে, যেমন- 'নির্দেশ করা', 'পরিচালনা করা', 'সাহায্য করা’ ইত্যাদি। জীবনের যাত্রাপথে গন্তব্যস্থলকে সুনির্দিষ্ট করে গতিকে সুপরিচালিত করতে ব্যক্তিগত সাহায্যদানের যে প্রক্রিয়া তাই হল নির্দেশনা, কিংবা সাধারণ অর্থে নির্দেশনা হল ব্যক্তিগত সাহায্যদানের প্রক্রিয়া। কোন ব্যাক্তি তার কাঙ্খিত লক্ষ্য অর্জনের জন্য যখন কোন অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তির নিকট হতে সাহায্য গ্রহণ করে থাকে, তা হল নির্দেশনা। নির্দেশনা ব্যাক্তির জীবনে নানান সমস্যা সমাধানের মধ্যেদিয়ে শিক্ষার্থীর আত্মমুখী বিকাশে সহায়তা করে থাকে।


নির্দেশনার সংজ্ঞা (Definition of Guidance)

ডাব্লিউ. এইচ. নিউম্যান (W.H. Newman)-এর মতে, “নির্দেশনা হলো একজন নির্বাহী কর্তৃক তার অধীনস্তদের প্রতি নির্দেশ জারি করা অথবা কি করতে হবে তার ইঙ্গিত দেওয়া।” (Guidance is concerned with the way an executive issues instructions to his subordinates and otherwise indicates what should be done.)
মার্শাল ই. ডিমক (Marshall E. Dimock)-এর মতে, “নির্দেশনা হলো প্রশাসনের হৃদপিণ্ড যা কার্য-পরম্পরা নির্ধারণ, আদেশ ও নির্দেশ প্রদান এবং গতিশীল নেতৃত্ব সৃষ্টির সাথে জড়িত।” (The heart of administration is the directing function which involves determining the courses, giving orders and instructions providing a dynamic leadership.)


নির্দেশনার বৈশিষ্ট্য (Characteristics of Guidance)

  1. নির্দেশনা হল একটি প্রক্রিয়া, যা দ্বারা একজন ব্যক্তি নিজ সম্বন্ধে জানতে ও বুঝতে পারে এবং নিজ ক্ষমতার সঠিক ব্যবহার করতে শেখে।
  2. নির্দেশনার ব্যাপ্তি ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। একজন শিশু যখন নিজ সম্পর্কে সচেতন হয় সেই তখন থেকে আমৃত্যু পর্যন্ত নির্দেশনার প্রয়োজনীয়তা রয়েছে।
  3. নির্দেশনা একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা আমৃত্যু পর্যন্ত চলতে থাকে।
  4. নির্দেশনা বাধ্যতামূলক নয়, নির্দেশনা গ্রহণ ও তা মান্য করা সম্পূর্ণরূপে সাহায্য প্রার্থীর উপর নির্ভর করে।
  5. ব্যক্তি বৈষম্যের নীতি মেনে নির্দেশনা প্রক্রিয়া পরিচালিত হয়ে থাকে।


_________________________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.